ফরিদপুরে জামিন পেলেন মাহফুজ আনাম


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৫ মার্চ ২০১৬

ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ফরিদপুরে দায়ের করা ৫০ কোটি পাঁচ লাখ টাকার মানহানি মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এক নং আমলি আদালত) আদালতে হাজির হন তিনি। আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক মো. হামিদুল ইসলাম তাকে এক হাজার টাকা বন্ডে মুচলেকা নিয়ে জামিন মঞ্জুর করেন।

mashud-anam

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, আসামির বিরুদ্ধে দরখাস্তকারীর যে অভিযোগ তা জামিনযোগ্য। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচারের স্বার্থে আসামিকে এক হাজার টাকার বন্ডে মুচলেকা নিয়ে জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার পরবর্তী তারিখ ২৯ মে ধার্য করেছেন।

প্রসঙ্গত, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ বেপারী গত ২২ ফেব্রুয়ারি ওই আদালতে  ৫০ কোটি পাঁচ লাখ টাকার মানহানির এই মামলাটি দায়ের করেন। মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করে ১৫ মার্চ তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

এস.এম. তরুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।