ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রশিদ-সম্পাদক বাপ্পী


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৭ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে খ.আ.ম রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও প্রেসক্লাব নির্বাচন কমিশনার বি.এম রুহুল আমিন রিমন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী কমিটির বাকি নয়টি পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তাদেরকেও নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এরা হলেন, সহসভাপতি আল আমীন শাহীন, মফিজুর রহমান লিমন, সহকারী সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধক্ষ্য সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বিপু এবং কার্যকরী সদস্য মো. আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু।

এনডিসি ও নির্বাচন কমিশনার বি.এম রহুল আমিন রিমন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাছাড়া কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।