তথ্য অধিকার আইন লঙ্ঘন করলে শাস্তি : তথ্যসচিব


প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৪ মে ২০১৬

তথ্যসচিব মরতুজা আহমদ বলেছেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা। এই অাইনের ফলে জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যে কোনো প্রতিষ্ঠান এই আইনের অধীনে তথ্য দিতে বাধ্য এবং কেউ তা লঙ্ঘন করলে তাকে শাস্তি ভোগ করতে হবে।

শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে তিন দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যসচিব বলেন, মিডিয়া উন্নয়নের অন্যতম অংশীদার এবং সরকারের পরিপূরক। কাজেই মিডিয়াকে পেছনে ফেলে রেখে উন্নয়ন কর্মকাণ্ডের সফলতা সম্ভব নয়। এজন্য সরকার সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল করে একদিকে দুস্থ ও অসহায় সাংবাদিকদের সহায়তা করছে। আর এর মাধ্যমে সাংবাদিকদের কল্যাণমূলক নানা প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা রেখেছে।

তথ্যসচিব আরো বলেন, মা ও শিশুর স্বাস্থ্য নিরাপত্তা এবং সুস্থ্য সমৃদ্ধ জাতি গঠনসহ সব উন্নয়ন কর্মকাণ্ডে মিডিয়াকে আরো পজিটিভ ভূমিকা রাখতে হবে।

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক নুরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোহাম্মদ ওয়ালিউর রহমান, উপ-পরিচালক মঞ্জুরুল আলম, নজরুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগ প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোহাম্মদ ওয়ালিউর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র স্টাফ রিপোর্টার খায়রুজ্জামান কামাল।

প্রশিক্ষণ কর্মশালায় পাবনা জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ২৪ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে ১৬ মে।
    
একে জামান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।