বৃহস্পতিবারের মধ্যে ভোরের কাগজ খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৫

দৈনিক ভোরের কাগজ পত্রিকা খুলে দিয়ে প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। বৃহস্পতিবারের (২৩ জানুয়ারি) মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সাংবাদিক সংগঠনগুলোর নেতাদের নিয়ে কাকরাইলের এইচআরসি ভবন ঘেরাওয়ের হুমকিও দেন তারা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এ সময় ভোরের কাগজের ১১টি বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন বলেন, ‘ভোরের কাগজের নির্বাহী সম্পাদক এ কে সরকার স্বাক্ষরিত নোটিশে পত্রিকার প্রকাশনা বন্ধ করা হয়েছে এমন কোনো ঘোষণা আমরা দেখতে পাইনি।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ভোরের কাগজের প্রকাশনা বন্ধ করা হয়নি। ভোরের কাগজের প্রকাশনা অব্যাহত থাকবে। আমরা দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে প্রধান কার্যালয়ের তালা খুলে দিয়ে ভোরের কাগজের প্রকাশনা পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হোক। ভোরের কাগজের অপমৃত্যু হোক তা আমরা চাই না। আমরা ভোরের কাগজকে বাঁচিয়ে রাখতে চাই।’

বৃহস্পতিবারের মধ্যে ভোরের কাগজ খুলে দেওয়ার দাবি

খোন্দকার কাওছার হোসেন বলেন, ‘সারাজীবন আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের কথা, দেশের জনগণকে জানাতে, সরকারকে জানাতে, রাজনৈতিক নেতাদের অবহিত করতে কাজ করেছি। আমাদের কখনো নিজেদের কথা গণমাধ্যমের সামনে বলতে হবে তা কোনো দিন ভাবিনি। সেই অভাবনীয়, অকল্পনীয় কাজটি আজ আমাদের করতে হচ্ছে।’

ভোরের কাগজ খুলে দেওয়ার পাশাপাশি কর্মীদের সব পাওনা পরিশোধেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সোমবার (২০ জানুয়ারি) ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করে নোটিশে টানানো হয়। ‘মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আরএএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।