সুপারিশের আশু করণীয়: ৫০ শতাংশ একমাসে বাস্তবায়ন সম্ভব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আশু করণীয় প্রস্তাবগুলোর ৫০ শতাংশ আগামী একমাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব সেগুলোকে আশু করণীয় এবং আগামী নির্বাচনের আগেই সেগুলো বাস্তবায়ন করা যেতে পারে বলে মনে করে পাঁচ সংস্কার কমিশন।

ড. নজরুল বলেন, ছয়টি সংস্কার কমিশনের মধ্যে শুধু সংবিধান সংস্কার কমিশন আশু কোনো সুপারিশ করেনি। রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন সংস্কার প্রস্তাব গ্রহণ নির্ভর করবে। আশু করণীয় প্রস্তাবের মধ্যে কিছু কিছু শুধু প্রশাসনিক আদেশেই করে ফেলা সম্ভব। এরই মধ্যে কিছু কিছু সংস্কার প্রস্তাব আসার আগেই বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

আজ (শনিবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এমইউ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।