অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম/ছবি: মাহবুব আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আজকের সভার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, আজকের জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বা প্রস্তুতি সভা। আজকের এ প্রোগ্রামে ২৬ দল ও জোটের প্রায় একশো জনের মতো রাজনীতিবিদ উপস্থিত আছেন। এরমধ্যে ১০ জন রাজনীতিবিদ কথা বলেছেন। বিএনপি থেকে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা তার কথায় বলেছেন অন্তর্বর্তী সরকারের আজকে প্রথম ইনিংস বা অধ্যায় শেষ হয়েছে। আজকের ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। তিনি ২৪ মিনিট বক্তব্য দিয়েছেন। যা ঐতিহাসিক হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার প্রতি দেশ ও আন্তর্জাতিক সব বড় দেশের সমর্থন আছে। তারা বলেছেন তোমাদের কী চাই আমরা তোমাদের সঙ্গে আছি। ইউনাইটেড নেশনের প্রতিবেদন এলো এর মাধ্যমে বিশ্ব জানতে পেরেছে কত ভয়াবহ হত্যাযজ্ঞ চলেছে, কে অর্ডার দিয়েছিল এবং কীভাবে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।

জুলাই অভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছে তাতে দেশ ও বিশ্বের সবার সমর্থন আছেন।

এএএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।