গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
দুপুর দেড়টার দিকে গণঅধিকার পরিষদের ৫ সদস্যদের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলতে গণঅধিকার পরিষদের নেতারা ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কার্যালয়ে এসেছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আমন্ত্রণে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৫ সদস্যদের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে। সম্প্রতি চুরি-ডাকাতি, খুনোখুনি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করবেন তারা।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে ডিএমপি কমিশনার তাদের ডেকেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কথা বলবেন ডিএমপি কমিশনার। এরই অংশ হিসেবে আজ গণঅধিকার পরিষদ এসেছে। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবেন তিনি।

গত ৫ আগস্ট পরবর্তী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি প্রকাশ্যে ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর ঢাকায় ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটছে। অপরাধীরা ধারালো অস্ত্রসহ বিভিন্ন অবৈধ অস্ত্র দিয়ে ছিনতাই ও ডাকাতি করছে।

টিটি/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।