শিশু নির্যাতনকারীদের বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৮ মার্চ ২০২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন করে কয়েকটি সংগঠন

ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন তিন শতাধিক মানুষ।

শনিবার (৮ মার্চ) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয়।

এতে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধনে ২০১৯ সালের ২৩ জুলাই চান্দগাঁও থানায় এনজিওকর্মী মাহাবুব আলম প্রকাশ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলাসহ সব মামলার ন্যায়বিচারের দাবি করা হয়।

মানববন্ধনে গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সব শিশু নির্যাতন মামলার দ্রুত এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন বিভিন্ন শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা। গৃহকর্মে নিযুক্ত শিশুদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে।

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছরের শিশুর কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

অপরাজেয় বাংলাদেশের সাবেক বিভাগীয় সমন্বয়কারী ও শিশু অধিকারকর্মী মাহাবুবুল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম, আবৃত্তিকার ও উপস্থাপক দিলরুবা খানম, অপরাজেয় বাংলাদেশ-চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম, এডাব-চট্টগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রেজা মুজাম্মেল, দৈনিক সমকালের শৈবাল আচার্য্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) রেজোয়ান চৌধুরী, শ্রমিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী শাহীন, ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস প্রমুখ।

এমডিআইএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।