অপারেশন ডেভিল হান্ট

মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৯ মার্চ ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি বলেন, শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

আরও পড়ুন

গ্রেফতাররা হলেন- আল আমিন (৩০), হাসান (৩৫), সাইদ (৩২), রানা (২৮), সাগর (২৫), রনি (২৪), রাসেল ইয়াসিন (২৩), সাব্বির (২১), কাউসার (২৮) ও ফারুক (৫০)।

তাদের মধ্যে চাঁদাবাজি মামলায় চারজনকে, মাদক মামলায় চারজন, সিআর পরোয়ানা মামলায় একজন ও অন্যান্য মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।