২৫ মার্চের মধ্যে বাড়িভাড়ার চুক্তি না করলে দায় হজ এজেন্সির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৫
ফাইল ছবি

এবার হজের জন্য আগামী ২৫ মার্চের মধ্যে সৌদি আরবে বাড়ি বা হোটেল ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। ওই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।

রোববার (১৬ মার্চ) চলতি বছর হজে বাড়ি/হোটেল ভাড়া ও পরিবহন চুক্তি নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদনে এজেন্সি মালিকদের কাছে লেখা এক তাগিদপত্রে এ কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজযাত্রীর যথাসময়ে হজে গমন ও সুষ্ঠুভাবে হজ পালনে সৌদি আরবে সেবা প্রদানকারী সব কোম্পানি/সংস্থার সঙ্গে বাড়ি/হোটেল ভাড়া ও পরিবহন চুক্তি সম্পাদন বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আগামী ২৫ মার্চ নির্ধারিত রয়েছে।

এর আগে চিঠির মাধ্যমে চুক্তিগুলো ২৫ মার্চের মধ্যে সম্পাদনের জন্য সব হজ এজেন্সিকে জানানো হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, ওই সময়ের পর আর সময় বৃদ্ধি করা হবে না বলে সৌদি কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

বর্ণিতাবস্থায়, ২০২৫ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পালনে বাড়ি/হোটেল ভাড়া ও পরিবহন চুক্তি আগামী ২৫ মার্চের মধ্যে আবশ্যিকভাবে সম্পাদনের জন্য ফের অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে উক্ত চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে বলেও চিঠিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আরএমএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।