খিলক্ষেতে ধর্ষণের অভিযোগ

দুই মামলা, পুলিশের ওপর হামলায় গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৯ মার্চ ২০২৫
কিশোরকে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলা/ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। এছাড়া পুলিশের ওপর হামলায় ঘটনায় মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মোবারক হোসেন সজীব (১৮) ও ইউসুফ (১৯)।

বুধবার (১৯ মার্চ) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জাগো নিউজকে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত কিশোরকে (১৬) গ্রেফতার দেখানো হয়েছে। তবে কিশোর এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি।

ওসি বলেন, পুলিশের ওপর হামলায় ঘটনায় পুলিশ বাদী হয়ে উত্তেজিত জনতাকে আসামি করে মামলা করেছে। মামলায় দুজনকে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি যারা পুলিশের ওপর হামলা করেছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

গতকাল (মঙ্গলবার) রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর কিশোরকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকেও প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, অভিযুক্ত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ বলছে, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স ১১ বছর। স্যানিটারি মালামাল বিক্রির একটি দোকানে সে কাজ করে।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গতকাল রাতে কিশোরকে আটক করা হয়। তাকে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তারা কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হন।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।