খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধর

কিশোরের অবস্থা সংকটাপন্ন, মবকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৯ মার্চ ২০২৫
ধর্ষণে অভিযুক্ত যুবককে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলা/ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে মারধরের শিকার কিশোরের অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুকেও ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া শিশু ধর্ষণের অভিযোগে ওই কিশোর এবং মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে মারধর করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে তাকে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। তাদের হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত)-সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযুক্ত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বুধবার (১৯ মার্চ) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযুক্ত কিশোরের অবস্থা সংকটাপন্ন। তাকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও মামলা হচ্ছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রিয়াজুল হক। তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হবে। বিচার প্রক্রিয়া আছে, তার আগে কাউকে মারধর বেআইনি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলমান।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।