এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৫
এলপিজি সিলিন্ডার/ ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম চলতি এপ্রিল মাসে বাড়ছে না বা কমছে না। চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়।

বিইআরসি জানায়, চলতি মাসের জন্য অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

এনএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।