বিডা চেয়ারম্যান

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়ে দায়িত্ব ও চ্যালেঞ্জ বেড়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৫
বিজনেস সামিট উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এতে দায়িত্ব ও চ্যালেঞ্জ বাড়লেও খুব একটা লাভ হয়নি বলে মনে করেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিজনেস সামিট উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিষয়ে প্রতিক্রিয়া জানতে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে হাসিমুখে আশিক চৌধুরী জানান, প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ার ফলে তার দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা বাড়লো। তবে এতে তার খুব একটা লাভ হলো না।

এর আগে এদিন বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আশিক চৌধুরী দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে।

আরও পড়ুন

প্রেস ব্রিফিং শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে দেখা হলে তিনিও তাকে অভিনন্দন জানান। এতদিন আশিক চৌধুরী সিনিয়র সচিব পদমর্যাদায় ছিলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে কয়েকজন কর্মকর্তা নিজস্ব কর্মদক্ষতায় সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন- তাদের মধ্যে অন্যতম আশিক চৌধুরী। গত সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালনকালে গত কয়েক মাসে তিনি বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশের বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করতে নানান ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তারই প্রচেষ্টায় আজ থেকে চার দিনব্যাপী বিজনেস সামিট শুরু হয়েছে।

আশিক চৌধুরী পেশায় ব্যাংকার ছিলেন। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন তিনি। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাইডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। তিনি স্কাইডাইভারের লাইসেন্স অর্জন করেন। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে কোনো দেশে স্কাইডাইভিং করতে পারেন তিনি। গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী।

এমইউ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।