যাত্রাবাড়ীতে ১৫১ বোতল মদসহ গ্রেফতার কারবারি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৫
এক মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত/ প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫১ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ গ্রেফতার মাদক কারবারি মো. সিরাজুল মল্লিক ওরফে সিরাজকে (৪৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান আসামির জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

মামলা সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে একটি ট্রাকযোগে মাদকসহ গুলিস্তান এলাকায় যাচ্ছেন মর্মে গোপন সংবাদ পায় ডিবি। এ সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এরপর ওই ট্রাক শনাক্তের পর ডিবির টিম ট্রাকটিকে থামার সংকেত দেয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ট্রাকটি জব্দ করা হয় এবং তল্লাশি করে ট্রাকটির ড্রাইভিং সিটের পেছনে রাখা বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৭ হাজার টাকা।

এ সময় ঘটনাস্থল থেকে মো. সিরাজুল মল্লিক ওরফে সিরাজকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার সিরাজুল মল্লিক দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা সিলেট ও কুমিল্লা থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে যাত্রাবাড়ী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

এমআইএন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।