গানে-কবিতায় নববর্ষ উদযাপন করলো বিশ্বসাহিত্য কেন্দ্র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০২ এএম, ১৫ এপ্রিল ২০২৫
এদিন বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানো হয়

বাঙালির চিরায়ত ঐতিহ্যের নানান আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রের মূল ভবনে এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানোসহ অনুষ্ঠানের অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে বাঙালির ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুড়কি, কদমা, বাতাসা ও মুরালি পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির (আলোর ইশকুল, কলেজ কর্মসূচি ও পাঠচক্রের) সদস্যদের অংশগ্রহণে কবিতা, গান, নাটক, বাঁশি ও দলীয় সংগীত।

jagonews24.com

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠচক্রের সদস্য রুকসানা মিলি ও সাকিব চৌধুরী।

এমকেআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।