ইয়াবা কারবারির কাছে মিললো পুলিশের স্টিকার-ব্যাগ-কেডস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০৬ এএম, ১৫ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহাদাৎ হোসেন ওরফে সাদ্দাম এবং হেলাল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (১৪ এপ্রিল) নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ মোড় এবং কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল ফোন, মাদক ও চোরাই পণ্য বিক্রির নগদ দুই লাখ ৪০ হাজার টাকা, সিএমপির ২৮টি মনোগ্রামযুক্ত স্টিকার, পুলিশ বাহিনীর সরবরাহ করা দুটি কাঁধ ব্যাগ এবং দুই জোড়া কেডস উদ্ধার করা হয়।

গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়াবা কারবারির কাছে মিললো পুলিশের স্টিকার-ব্যাগ-কেডস

সিএমপির গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হামজারবাগ মোড় থেকে ৫০০ পিস ইয়াবাসহ সাদ্দাম নামের এক মাদক কারবারিকে প্রথমে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক হেলালকে নন্দনকাননের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা, ১৫টি মোবাইল সেট, দুই লাখ ৪০ হাজার টাকা, পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার, ব্যাগ, কেডস জব্দ করা হয়।

গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে আটটি এবং হেলালের বিরুদ্ধে আগের দুটি মামলা রয়েছে। তারা গাড়িতে পুলিশের স্টিকার, ব্যাগ, কেডস ব্যবহার করে মাদক পরিবহন করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এমডিআইএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।