উত্তরায় রেস্টুরেন্ট থেকে বিদেশি মদ জব্দ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৫
র‍্যাবের হাতে গ্রেফতার ৪ জন

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অবস্থিত 'দ্য টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড' রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত বিদেশি মদ ও বিয়ারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- কামাল হোসাইন (২৬), মো.আলাল শেখ ওরফে আল আমিন (৩১), শুভ্র আন্তনী পীরিজ ওরফে শুভ্র (৩৪) এবং লিটু দেবনাথ (২৬)।

সালমান নূর আলম বলেন, আজ সকাল ৯টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে এবং বিভিন্ন অসঙ্গতির প্রমাণ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার পূর্বে তাদের কাছে বার লাইসেন্স সংক্রান্ত দলিল চাওয়া হলে বারের ম্যানেজার, ক্যাশিয়ার এবং কর্মচারীরা আত্মগোপন করে। পরবর্তী সময়ে তাদের বারের একটি গোপন কক্ষ থেকে আটক করা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে বার নামে নিবন্ধিত কোনো দলিল পাওয়া যায়নি। রেস্টুরেন্টটি বেআইনিভাবে দীর্ঘদিন যাবত বার ব্যবসা এবং অসামাজিক কার্জকলাপ পরিচালনা করছে বলে তথ্য পাওয়া যায়।

গত ৩১ মার্চ বিভিন্ন অসঙ্গতির জন্য মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক জরিমানা করা হয়েছিল বলেও জানান তিনি।

এসময় উদ্ধার করা মোট বিয়ার ও মদ মিলিয়ে আনুমানিক মূল্য ৩ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা বলেও জানান তিনি।

কেআর/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।