ইতালিতে নতুন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার


প্রকাশিত: ০৫:১৫ এএম, ৩১ মে ২০১৬

ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুস সোবহান সিকদারকে নিযুক্ত করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আবদুস সোবহান সিকদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সাবেক সদস্য। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও আইএমইডি সচিব ছিলেন। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সোবহান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এছাড়া যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিভাগে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন তিনি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।