১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৮ মে ২০২৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত ও নিহতদের পরিবারের মধ্যে ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বোর্ড সভা হয়।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চিফ ফিনান্সিয়াল অফিসার আহসান হাবীব এ তথ্য জানান।

তিনি আরও জানান, এখন ফান্ডে ১৬ কোটি টাকা রয়েছে।

এমইউ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।