আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি মঞ্চের সামনে বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৯ মে ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিন্টো রোডের ফোয়ারার সামনে মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা/ছবি জাগো নিউজ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে সরে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। জুমার নামাজ শেষে এই মঞ্চে শুরু হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ।

যমুনার সামনে থেকে সরে এলেন আন্দোলনকারীরা

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ হাদী সমাবেশস্থলে বিক্ষোভকারীদের নিয়ে জুমার নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে সকালে সংবাদ সন্মেলনে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

jagonews24

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি, গত দেড় দশক ধরে নির্যাতিতরা , বিডিআর পরিবার, হত্যাকাণ্ডের শিকার পরিবার, গুম-খুনের শিকার পরিবার সবাই সমাবেশে আসুন।

jagonews24

হাসনাত আবদুল্লাহ বলেন, সারাদেশের জনগণকে বলবো আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন।

আরএএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।