যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদী-শাহবাজকে প্রধান উপদেষ্টার সাধুবাদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১০ মে ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ফাইল ছবি

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার (১০ মে) তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধবিরতির সিদ্ধান্তে আসায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুন

শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, আমি ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে সম্মত হওয়ার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি অব স্টেট রুবিওকে তাদের কার্যকর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময়ই দুই প্রতিবেশীর (ভারত ও পাকিস্তান) মধ্যে শান্তিপূর্ণ কূটনৈতিক উপায়ে মতপার্থক্য সমাধানকে সমর্থন করে যাবে।

এমইউ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।