তীব্র তাপপ্রবাহ থাকবে আজও, কিছু জায়গায় কমার আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১১ মে ২০২৫
তীব্র তাপপ্রবাহ থাকবে আজও, ছবি-মাহবুব আলম

বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজ পঞ্চম দিনেও বয়ে যাচ্ছে। এর মধ্যে গতকাল দুটি জেলা বাদে দেশের ৬২ জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। ৮ জেলায় ছিল তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববারও সারাদেশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সিলেট বিভাগে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ফলে ওই অঞ্চলের কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

তীব্র তাপপ্রবাহ থাকবে আজও, কিছু জায়গায় কমার আভাস

রোববার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজকের তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে। কোথাও বৃষ্টি হলে সেখান থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এছাড়া গতকালের মতোই তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আগামীকাল সোমবার বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে। এতে করে তাপমাত্রাও কিছুটা কমবে।

তীব্র তাপপ্রবাহ থাকবে আজও, কিছু জায়গায় কমার আভাস

এদিকে গতকাল শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় ছিল ৪০.০১ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।