চট্টগ্রাম থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান চাঁদপুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১২ মে ২০২৫

চট্টগ্রাম থেকে চুরি যাওয়া একটি কাভার্ডভ্যান চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকা থেকেকাভার্ডভ্যানটি উদ্ধার করে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। এ কাভার্ডভ্যানটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কায়ছার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কায়ছার চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের জামতল বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন জাগো নিউজকে বলেন, গত ৬ মে দিবাগত রাতে নগরীর সিনেমা প্যালেসের সামনে থেকে পার্কিং করা কাভার্ডভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মামলা হয়। ট্রাকটি চুরির পর কায়ছার নামের ওই যুবক গাড়ির মালিকের কাছে হোয়াটসঅ্যাপে দেড় লাখ টাকা দাবি করে। দেড় লাখ টাকা দিলে গাড়ি ফেরত দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে চুরি যাওয়া কাভার্ডভ্যানটি চাঁদপুর থেকে উদ্ধার করা হয়। তবে গাড়িটি চুরির পর গাড়ির চাকা ও ব্যাটারি বিক্রি করে দেয়।

তিনি বলেন, গাড়িটি চট্টগ্রাম থেকে চালিয়ে নিয়ে যাওয়া চালকসহ দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান চলছে।

এমডিআইএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।