মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা
রাজধানীর মতিঝিলের তৃতীয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন।
শনিবার (১৭মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধা ৭টা ১৪ মিনিটে মতিঝিলের আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে এদিন সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পরে ৬টা ২৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কেআর/এমআইএইচএস/জেআইএম