চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি, বহিষ্কার আরও ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৮ মে ২০২৫

চট্টগ্রামে মাদক সেবন, অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে অব্যাহতি এবং চাঁদাবাজির অভিযোগে সংগঠনের মহানগর কমিটির সংগঠক শাহরিয়ার সিকদার ও যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈমকে বহিষ্কার করেছে সংগঠনটি।

শনিবার (১৭ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে তাদের অব্যাহতি ও বহিষ্কার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সদস্য সচিব নিজাম উদ্দিন। তিনি বলেন, ফাতেমা বেগম লিজাকে অব্যাহতি এবং শাহরিয়ার সিকদার ও আবুল বাছির নাঈমকে বহিষ্কার করা হয়েছে।

লিজাকে অব্যাহতির বিষয়ে দেওয়া আদেশে উল্লেখ করা হয়েছে, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের উপর দাঁড়ানো এই প্লাটফর্মের কোন সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি, বহিষ্কার আরও ২

আরেক আদেশে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি চ্যানেল টুয়েন্টি ফোর মিডিয়ায় প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগগের সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো।’

অন্য আরেক আদেশে উল্লেখ করা হয়, ‘বন্দর থানায় ব্যবসায়ীকে হেনস্তা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো।’

এমডিআইএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।