ইসির মূল ফটকের সামনে এনসিপির অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২১ মে ২০২৫
নির্বাচন কমিশনের ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা/জাগো নিউজ

পুলিশের বেরিক্যাড ভেঙে নির্বাচন কমিশনের (ইসি) মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা ইসির মূল ফটক ভেঙে ভেতরেও ঢোকার চেষ্টা করেছেন। 

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

দুপুর ১টা ২৫ মিনিটে হঠাৎ করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এনসিপির নেতাকর্মীরা। তারা ইসির মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নেয়। পরে এনসিপির নেতাকর্মীরা মূল ফটকের সামনে বসে পড়েন। আর পুলিশ সদস্যরা ফটকের অপর পাশে নির্বাচন ভবনের সীমানায় অবস্থান নেন।

এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

এমওএস/এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।