অবৈধ সম্পদ

আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৪ মে ২০২৫
তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম/ফাইল ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় তার বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের (মানি লন্ডারিং) অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৯৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

শনিবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, তৌফিকা করিমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের ‘সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ায় মামলা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, তৌফিকা করিমের নামে ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকার সম্পদের তথ্য মিলেছে। কিন্তু বৈধ আয়ের প্রমাণ পাওয়া গেছে ২ কোটি ৬২ লাখ ৭ হাজার টাকার। এছাড়া তৌফিকা করিমের নামে থাকা ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ২০১ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ১৭২ কোটি ৬২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল তৌফিকা করিমের ৩৭ ব্যাংক হিসাবে থাকা ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও আসে।

এসএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।