প্রেস সচিব

নির্বাচন ৩০ জুনের মধ্যে হবে এটাতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ পিএম, ২৫ মে ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম বলেছেন, যে পার্টিগুলোর নেতারা আজকে এসেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, বিচার ও নির্বাচন কার্যক্রমে সমর্থন জানিয়েছে। তারা সরকারের সঙ্গে থাকবেন। মূলত আজকে দলগুলোর সঙ্গে নির্বাচন ও সংস্কারের অগ্রগতি নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন এর মধ্যেই নির্বাচন করবেন। ৩০ জুনের ওই পারে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

রোববার (২৫ মে) রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নির্বাচনের রোডম্যাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যার একটা ডেডলাইন দিয়েছেন, সেটা নিয়ে বারবার বলেছি, গতকালকেও বলেছি আজও বলছি। তিনি এক কথার মানুষ। নির্বাচন জুনের মধ্যেই হবে। তাকে ট্রাস্ট করতে হবে। যখন সময় হবে, তখন তিনি রোডম্যাপ ও শিডিউল ঘোষণা দেবেন।

আরএএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।