বই উৎসব ১ জানুয়ারি
দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন বছরের শুরুর দিনে বই উৎসব পালিত হবে। ওইদিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হবে। এদিকে ১ জানুয়ারি বই উৎসব হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে ২০১৫ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনের আগে একই স্থানে প্রধানমন্ত্রীর কাছে ২০১৪ সালে অনুষ্ঠিত জেএসসি, জেডিসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরিসংখ্যান হস্তান্তর করা হয়।
এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানবৃন্দ ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।