স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী
উত্তরায় র্যাব-১ এর সদরদপ্তর পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা/ ছবি, জাগো নিউজ
সরকার যখনই চাইবে তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৪ জুন) সকালে উত্তরায় র্যাব-১ এর সদরদপ্তর পরিদর্শনের সময় তিনি একথা বলেন।
আরও পড়ুন:
এসময় তিনি আরও বলেন, যদি বাংলাদেশের নাগরিক ভারতে থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে দেশে আসবেন। বিভিন্ন লেকে বা জঙ্গলে ফেলে রাখার মতো অমানবিক কর্মকাণ্ড ঠিক নয়।
বাংলাদেশেও যেসব নাগরিক অবৈধভাবে বসবাস করছেন, তাদেরকেও নিয়মতান্ত্রিকভাবে ভারতে ফেরত পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসএনআর/এমএস