সহিংসতায় রায় পরিবর্তন হয় না : ট্রাইব্যুনাল


প্রকাশিত: ০৬:১৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

সহিংষ  আন্দোলনের মাধ্যমে রায় পরিবর্তন করা যায় না। তাই রায়ের পর কোনো পক্ষকে সহিংস আন্দোলনের কর্মসূচিতে না যাওয়ার আহবান জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় পড়া শুরুর আগে ভূমিকা বক্তব্যে প্রসিকিউশন, আসামিপক্ষ, সাংবাদিক এবং রায় পর্যবেক্ষকদের উদেশ্যে তিনি এ কথা বলেন।

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, ফৌজদারি মামলায় সব পক্ষকে খুশি করে রায় দেওয়া সম্ভব নয়। এ কথা আগেও বলেছি, এখন আবারও উচ্চারণ করছি।

তিনি আরো বলেন, বিচারকরা আইন এবং সংবিধানসম্মতভাবে বিচার করে থাকেন। আইনের সেই বিচার প্রক্রিয়ায় কোনো ভুল থাকলে সেটা আইনসম্মতভাবেই প্রতিকারের সুযোগ আছে। যে পক্ষই অসন্তুষ্ট বা সংক্ষুব্ধ হন না কেন, তা উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, রায়ের পর আইনে বিশ্বাসী কোনো মানুষ কোনো সহিংস কর্মসূচি দিতে পারেন না। এবং কোনো সহিংস কর্মসূচি কাম্যও নয়। বিচারকদের মানসিক চাপের কারণ হতে পারে এমন কর্মসূচি থেকেও বিরত থাকা উচিত।

দেশি এবং বিদেশি কয়েকটি সংবাদমাধ্যমের সমালোচনা করে ইনায়েতুর রহিম বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে দেশের দু’একটি এবং বিদেশের কয়েকটি মিডিয়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে এমনভাবে সংবাদ উপস্থাপন করছে যেন, ধর্মীয় নেতাদের বিচার করা হচ্ছে। এভাবে যে প্রচার করা হচ্ছে, সেটা ঠিক না। আমরা বিচার করছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের। সে অপরাধী কোন দলের, কোন পর্যায়ের নেতা সেটা আমাদের বিবেচ্য নয়। তিনি ইসলামী কোন পর্যায়ের নেতা সেটাও আমাদের বিবেচ্য নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।