চট্টগ্রামে আরও ৬ জন করোনা আক্রান্ত

ফাইল ছবি
চট্টগ্রামে আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।
বুধবার (১৮ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর আটটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পার্কভিউ হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতাল ও শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় দুজন করে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৩৭ জন চট্টগ্রাম নগরের এবং বাকি সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এমডিআইএইচ/ইএ