পটিয়ায় সেতুর নিচে মিললো মাইক্রোবাস চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৯ জুন ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার ইন্দ্রপুল সেতুর নিচ থেকে জসিম উদ্দিন (৪২) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। জসিম পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল্লাই কাগজি পাড়া গ্রামের প্রায়াত মো. ইলিয়াসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পটিয়া হাসপাতাল এলাকায় গাড়ি রেখে বাসায় ফেরার কথা ছিল জসিমের। তবে সে রাতে আর তিনি বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা কোনো খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়রি করতে যাওয়ার সময় স্থানীয়দের কাছ থেকে খবর আসে জসিমকে মৃত অবস্থায় ইন্দ্রপুল সেতুর নিচে চাঁনখালী খালে পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।