ঢাকায় নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছে ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ এএম, ২২ জুন ২০২৫

মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫’। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনের জন্য নাগরিকদের তথ্যের একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডাটাবেজ তৈরি করা।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহ পালিত হচ্ছে।

jagonews24

তিনি বলেন, এই সময়ে নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া যারা আগে তথ্য দিয়েছেন কিন্তু পরবর্তীসময় বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে নাগরিকদের পরিবারের সদস্য যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী ও গাড়িচালকদের তথ্যও সংগ্রহ করা হবে। এর মাধ্যমে একটি নির্ভুল, নির্ভরযোগ্য ও পরিপূর্ণ ডাটাবেজ তৈরি করা হবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

jagonews24

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ সফল করতে ওয়ারী বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে তথ্য প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

টিটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।