ঢামেকে ওসিসির বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে কিশোরী

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২২ জুন ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসিসি) বাথরুমের ভেন্টিলেটর ভেঙে এক কিশোরী পালিয়ে গেছে।

শনিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওয়ান স্টপ ইমারজেন্সি (ওসিসি) থেকে বিষয়টি খিলগাঁও থানায় জানানো হয়।

ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসিসি) চিকিৎসক ডা. তইয়‍্যাবা সুলতানা বলেন, শুক্রবার খিলগাঁও থানা পুলিশ ওই কিশোরীকে আমাদের এখানে ভর্তি করে যায়। শনিবার বিকেলে বাথরুমে গিয়ে দীর্ঘ সময় পরও বের না হলে আমরা বিকল্প উপায়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে গেছে। পরে আমরা বিষয়টি খিলগাঁও থানায় জানাই।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, শুক্রবার খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ওই কিশোরীকে পাশের বাড়ি থেকে উদ্ধার করি। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় জানতে পারি, সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই কিশোরীর পাশের বাসার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে সে ওই যুবকের বাসায় চলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে আবারও সে ওই যুবকের বাসায় চলে যায়। এ নিয়ে কিশোরীর বাবা ও ভাই থানায় এসে ওই যুবক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরই আমরা ওই কিশোরীকে উদ্ধার করি এবং ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাই।

কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।