গুরুত্বপূর্ণ সংস্কার উপস্থাপন করতে বুকলেট প্রকাশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৫ জুন ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম/ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগসমূহ উপস্থাপন করতে বুকলেট প্রকাশ করেছে সরকার।

বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুকলেটটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগসমূহ উপস্থাপন করে। এসব সংস্কার অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

তিনি জানান, এ সংকলনটি ১৫ জুন ২০২৫ পর্যন্ত সময়ের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে, যা একটি চলমান ও বিকাশমান প্রক্রিয়ার অংশ। এটি কোনো পূর্ণাঙ্গ তালিকা নয় বরং একটি জীবন্ত দলিল যা সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত হালনাগাদ করা হবে।

এমইউ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।