বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীরকে সরানো হলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৬ জুন ২০২৫

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট প্রেষণে বেবিচক চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) নিয়োগ পেয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব আহমেদ তাওয়াব। এজন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।