রথযাত্রা শুক্রবার, এড়িয়ে চলবেন ঢাকার যেসব সড়ক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৬ জুন ২০২৫
ফাইল ছবি

ঢাকার বেশকিছু সড়ক আগামীকাল শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৭ জুন বিকেল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং ৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

২৭ জুন রথযাত্রার এবং ৫ জুলাই উল্টো রথযাত্রার রুট নিম্নরূপ:
রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুট: স্বামীবাগ আশ্রম ⇔ ঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ স্বামীবাগস্থ ইসকন মন্দির⇔জয়কালী মন্দির⇔ইত্তেফাক মোড়⇔শাপলা চত্ত্বর⇔দৈনিক বাংলা মোড়⇔বায়তুল মোকাররম উত্তর গেইট⇔পল্টন মোড়⇔প্রেস ক্লাব⇔কদম ফোয়ারা⇔হাইকোর্ট মাজার⇔দোয়েল চত্ত্বর⇔শহীদ মিনার⇔জগন্নাথ হল⇔পলাশী⇔ঢাকেশ্বরী মন্দির।

এমতাবস্থায় ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে আগামী ২৭ জুন এবং ৫ জুলাই এসব সড়কে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।