আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০ পিএম, ২৬ জুন ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ফাইল ছবি

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টে দ্বি-পাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই মাসে এই সফরের কথা ছিল। কিন্তু ওই মাসে অনেক প্রোগাম থাকার কারণে সফরটি আগস্টে হবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসিয়ানের সদস্য রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী এবং এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জেপিআই/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।