দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ এএম, ২৭ জুন ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ/ফাইল ছবি

আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনে উড়োজাহাজ সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সংকট সামাল দিতে আপাতত দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। পাশাপাশি লোকসানে চলা ঢাকা-নারিতা রুট বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিমান।

বৃহস্পতিবার (২৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান।

তিনি বলেন, ‘এয়ারবাস ও বোয়িং—এই দুটি কোম্পানির কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার প্রস্তাব পর্যালোচনা করছে বিমান। তবে এসব উড়োজাহাজ ২০৩১ সালের আগে পাওয়ার সম্ভাবনা নেই।’

jagonews24বিমানের প্রধান কার্যালয়ে কর্মশালায় কথা বলছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাফিকুর রহমান/ছবি সংগৃহীত

এই দীর্ঘ সময়ের ব্যবধানে বিমান তার ফ্লাইটের চাহিদা পূরণে আপাতত দুটি উড়োজাহাজ লিজে আনার পরিকল্পনা করেছে। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান এমডি।

বিমান এমডি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে আর ফ্লাইট চালাবে না বিমান। বিভিন্ন রুট পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা-নারিতা রুটটি কোনোভাবেই লাভজনক নয়। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এটি বন্ধ করে দেওয়া হবে।

দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিমানকর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে বিমানের এমডি ও সিইও মো. সাফিকুর রহমান/ছবি সংগৃহীত

বিমান জানিয়েছে, যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কেটেছেন, তারা চাইলে সম্পূর্ণ অর্থ ফেরত পেতে পারবেন কোনো প্রকার অতিরিক্ত খরচ ছাড়াই।

ঢাকা-নারিতা রুট বন্ধ হলেও নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এমডি বলেন, ‘আমরা মালদ্বীপের মালে, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সিডনি গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছি।’

নতুন উড়োজাহাজ ও রুট সম্প্রসারণের মাধ্যমে বিমানের আর্থিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থাটি।

এমএমএ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।