যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ এএম, ০২ জুলাই ২০২৫
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. বেলায়েত হোসেন (৪৬) ও রেশমা বেগম (৩৭)।

মঙ্গলবার (১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি দল মঙ্গলবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।

তিনি বলেন, গ্রেফতার বেলায়েত ও রেশমা ২০১০ সালে মুন্সীগঞ্জ থানায় রুজুকৃত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।