রাজধানীতে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত
রাজধানীর পল্লবী এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি সদস্যের মৃত্যু হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায় নি। আরও কয়েকজন পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা মহানগর পুলিশের দাবি, সোমবার দিবাগত রাতে পল্লবী এলাকায় অস্ত্র উদ্ধার ও জঙ্গি বিরোধী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (এসআই) দাদন ফকির জানান, সোমবার দিবাগত ৪টার দিকে পল্লবীর কালশী রোডে লোহার ব্রিজের পাশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ওই এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা টিমের অভিযান চলছিল।
জেইউ/এআরএস/পিআর