মিটফোর্ডের সামনে নৃশংস হত্যায় আরও একজন গ্রেফতার, মোট ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১২ জুলাই ২০২৫
ফাইল ছবি

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত র‌্যাব ও ডিএমপি মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। সর্বশেষ গ্রেফতার হলেন- মো. টিটন গাজী।

শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে এক এজাহারভুক্ত আসামি গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।

এর আগে শুক্রবার (১১ জুলাই) ডিএমপি জানায়, সোহাগ হত্যার ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করে।

শুক্রবার (১১ জুলাই) রাতে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কেরানীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- লম্বা মনির ও ছোট মনির।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।