চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:২৮ এএম, ১৩ জুলাই ২০২৫
মো. রাসেল উদ্দীন/ ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাসেল উদ্দীনকে আটক করেছে পুলিশ। তিনি সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।