ভোটার এলাকা পরিবর্তনে বাড়ি ভাড়ার চুক্তিপত্র লাগবে না: ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৪ জুলাই ২০২৫

ভোটার এলাকা পরিবর্তনে বাড়ি ভাড়ার চুক্তিপত্র জমা দেওয়া লাগবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ জুলাই) ইসি থেকে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, কর্মজীবীদের অনেকেই নিজের ঠিকানার বাইরে বসবাস করেন। কিন্তু ভোটার এলাকা স্থায়ী ঠিকানায় হওয়ায় তারা ভোট দিতে পারেন না। কারণ কর্মস্থলের ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করতে প্রয়োজন হয় বাড়ি ভাড়ার চুক্তিপত্র। অনেক সময় এটি হয় না। ফলে ভোটার এলাকা অনেকেরই অপরিবর্তিত থেকে যায়। ভোটের দিন স্থায়ী ঠিকানায় না গেলে ভোটও দিতে পারেন না। এমন ভোটারদের ভোটার এলাকা পরিবর্তন সহজ করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, বর্তমানে ভোটার এলাকা পরিবর্তনে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা পরিষেবার বিলের কপি লাগে। এটা অনেক সময় ভাড়াটিয়ারা দিতে পারেন না নানা কারণে। তাই এগুলোর পরিবর্তে আমরা ভাবছি দুজন ব্যক্তি কর্তৃত্ব সংশ্লিষ্টকে শনাক্ত করার বিধান আনতে। অর্থাৎ যিনি আবেদন করবেন, তাকে সংশ্লিষ্ট এলাকার দুজন ভোটার শনাক্ত করবেন। পরে আমাদের কর্মকর্তা সেই দুই ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হবেন।

এমওএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।