দীর্ঘদিন পর ইসির ওয়েবসাইটে প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা

দীর্ঘদিন পর নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক। বুধবার (১৬ জুলাই) ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের রায়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল ২০১৬ সালে ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী। যেটি কোনো রায় ছিল না।
আরও পড়ুন
- ইসির তফসিল থেকে ‘নৌকা’ বাদ দিয়ে ‘শাপলা’র তালিকাভুক্তি চায় এনসিপি
- ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, নেই শাপলা
বুধবার (১৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক দুপুর ২টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের দপ্তরে প্রতীকের গেজেট ও প্রতীকের তালিকা নিয়ে আসেন।
এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।
এমওএস/এমআইএইচএস/এমএস