সচিব

গত তিন নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য নেওয়া হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২১ জুলাই ২০২৫

আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২১ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, আমরা শুধু তথ্য সংগ্রহ করছি, বাকি কি করবে পিবিআই বলতে পারবে।

ভোটে অনিয়ম নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গত ২২ জুন দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইসির কাছে এসব তথ্য চেয়েছে। পিবিআইকে সরবরাহ করার জন্য ইসি মাঠপর্যায় থেকে এসব তথ্য সংগ্রহ করে চিঠিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর ও ভোটকেন্দ্রভিত্তিক তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের রোববার চিঠি দেয় ইসি।

এমওএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।