ঢাকায় মুষলধারে বৃষ্টি-বজ্রপাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৪ জুলাই ২০২৫
ঢাকায় নেমেছে মুষলধারে বৃষ্টি/ ফাইল ছবি

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ঢাকায় নেমেছে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে ছিল বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার কিছুক্ষণ আগে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জন চলছিল।

যদিও আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যায় জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।