ভোগান্তি এড়াতে ভোটারদের ১০ আঙুলের ছাপ সার্ভারে রাখবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৪ জুলাই ২০২৫
ফাইল ছবি

অনেক ভোটার তাদের ১০ আঙুলের ছাপ সার্ভারে আপলোড না হওয়ার কারণে ভোগান্তিতে পড়ছেন। তাই কাজটি দ্রুত সম্পন্ন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি নির্দেশনাটি সিস্টেম ম্যানেজার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, যেসব ভোটার স্মার্টকার্ড গ্রহণকালে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক দিয়েছেন সেসব ভোটারদের ডাটা দ্রুততম সময়ে আপডেট করতে হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসাররা সিস্টেম ম্যানেজার (কারিগরি) এর সঙ্গে নিয়মিত যোগাযোগ/সমন্বয় করবেন।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখের মতো। এদের মধ্যে সাত কোটির মতো নাগরিক স্মার্টকার্ড নিয়েছেন, তাদেরই অনেকের আঙুলের ছাপ সার্ভারে অন্তর্ভুক্ত করতে বলেছে ইসি।

এমওএস/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।